স্বাধীনতা দিবসে আর জি কর কাণ্ডের প্রতিবাদে ধিক্কার পথযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনের মোহনবাগানীদের!

 

নুরসেলিম লস্কর, বাসন্তী : আর জি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। পথে নামতে শুরু করেছেন ডাক্তাররা। আন্দোলনের আঁচ ছড়িয়েছে দেশের অন্য রাজ্যেও। আর আর জি করের এই লজ্জাজনক নিন্দনীয় কাণ্ডের প্রতিবাদে এবং নারী সুরক্ষার দাবিতে স্বাধীনতা দিবসের দিনে পথে নামলো প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তীর চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাবের সদস্য, সদস্যারা । গতরাত্রে সমগ্র রাজ্য দেখেছে চিকিৎসক থেকে শুরু করে সমাজকর্মী, সাহিত্যিক থেকে শিক্ষিকা, সংগীতশিল্পী থেকে সংগীতানুরাগী-রা মিলে কিভাবে এই প্রতিবাদে তাঁরা সামিল হয়েছিল । শুধু মাত্র সোশ্যাল মিডিয়ার ‘এক ডাকেই’ জায়গায় জায়গায় মোড়ে মোড়ে হাজির হয়েছিল হাজার হাজার মানুষ ।
আর বৃহস্পতিবার সকালে দেশের ৭৮তম স্বাধীনতা দিবসে শুভক্ষনে ক্লাব প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করার পর ক্লাবের সদস্য, সদস্যারা আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান লেখা ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে বাসন্তী হাইওয়ের চোরাডাকাতিয়া মোড় থেকে কুলতলী বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার ধিক্কার পথযাত্রা করেন। চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাবের এদিনের এই ধিক্কার পথ যাত্রায় সমাজের বিভিন্ন স্থরের নাগরিকরা সহ স্কুলের পড়ুয়াদের দেখা যায় পা মেলাতে।আর এই ধিক্কার পথযাত্রা থেকে তারা আওয়াজ তোলেন আর জি কর কাণ্ডের বিচার চাই, দোষীদের শাস্তি চাই এবং সরকার কে নারীদের সুরক্ষা নিশ্চিত করার মতো একাধিক দাবির!


আর এদিন আর জি কর কাণ্ডের প্রতিবাদের পাশাপাশি সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাবের সদস্যদের দেখা যায় মাতলা নদীর চড়ে ম্যানগ্রোভ রোপন করতে। প্রসঙ্গত, প্রতিবছর কখনো আয়লা, কখনো বুলবুল কখনোই বা ইয়াসের মতো বিপর্যয়ের মুখে পড়ে নদী বাঁধ ভেঙে বার বার ব্যাপক ক্ষয়ক্ষতির সামনে পড়তে হয়েছে সুন্দরবনবাসীদের।তাই স্বাধীনতা দিবসে উপলক্ষ্যে ও মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সুন্দরবনবাসীদের নদী বাঁধ ভাঙন রোধ করতে তাদের এই কর্মসূচি বলে জানা গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন