বাসন্তীতে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত একই স্কুলের ১১জন শিক্ষক, শিক্ষিকা

 

নুরসেলিম লস্কর, বাসন্তী : নিম্নচাপের জেরে সমগ্র রাজ্য জুড়ে চলছে প্রবল বৃষ্টি।আর এই বৃষ্টির জেরে এক ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে গুরুত্বর জখম হলেন একই স্কুলের ১১জন শিক্ষক, শিক্ষিকা সহ গাড়ির চালক! বৃহষ্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার অন্তর্গত কালিবটতলা বাজার সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, যাত্রী বোঝায় একটি টাটা ম্যাজিক গাড়ি বাসন্তীর দিক থেকে ক্যানিংয়ের দিকে যাওয়ার সময় বৃষ্টির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইলেকট্রিক পোস্টে গিয়ে ধাক্কা মারে!যার ফলে ঐ গাড়ির চালক সহ গাড়িতে থাকা আরো ১১জন যাত্রী গুরুত্বর ভাবে আহত হয়। তার পর স্থানীয়রা দুর্ঘটনা স্থলথেকে আহত দের উদ্ধার করে প্রথমে ক্যানিং মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত দের সকলের চিকিৎসা শুরু হলেও ৫জন শিক্ষক, শিক্ষিকা সহ গাড়ির চালকের শারীরিক অবস্থা অতি-সঙ্কট জনক হওয়ায় তাঁদের কে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । আর আহত ঐ শিক্ষিক, শিক্ষিকারা বাসন্তীর ঝড়খালীর হেড়োভাঙা বিদ্যাসাগর বিদ্যামন্দিরের শিক্ষক, শিক্ষিকা বলে জানা যায় ।

আর এই এদিনের এই দুর্ঘটনা সম্পর্কে ঝড়খালী হেড়োভাঙা বিদ্যাসাগর বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষক শঙ্কর প্রসাদ মুখার্জি জানান, স্কুল ছুটির পর ম্যাজিক গাড়িতে করে আমাদের স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ক্যানিংয়ে আসছিলেন ট্রেন ধরার জন্যে। রোজ এই গাড়িতে করেই সমস্ত শিক্ষক, শিক্ষিকারা স্কুলে যাতায়াত করেন। আজ তেমনি বাড়ি ফেরার সময়ে বাসন্তীর কালিবটতলায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে গিয়ে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে স্থানীয়রা সকলকে উদ্ধার করে হাসপাতালে এনেছেন!কারো মাথায় আঘাত রয়েছে, কারো পায়ের হাড় ভেঙেছে আবার কয়েকজনের অবস্থায় অতি-সংকটজনক! তাঁদের কে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন