কেন্দ্র সরকারের ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ধর্মতলায় প্রতিবাদ সভার ডাক।

কেন্দ্র সরকারের ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ধর্মতলায় প্রতিবাদ সভার ডাক। 


বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার: কেন্দ্র সরকারের ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের ডাকে আগামী ২৮শে নভেম্বর, বৃহস্পতিবার, ধর্মতলায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হবে। উক্ত প্রতিবাদ সভা সফল করার লক্ষ্যে মগরাহাট ১ নম্বর ব্লক (উস্থি) জমিয়ত উলামায়ে হিন্দের ব্যবস্থাপনায় উস্থি থানার অন্তর্গত হটু গঞ্জ বাসষ্ট্যান্ডে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়।


উক্ত সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা জমিয়ত উলামায়ে হিন্দের সম্পাদক মাওলানা ইব্রাহিম, মগরাহাট পশ্চিম ব্লকের জমিয়ত উলামায়ে হিন্দের সম্পাদক মাস্টার মনিরুল হক, মগরাহাট পশ্চিম ব্লকের জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি জাহাঙ্গীর, উস্থি কাজীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালিদ, এবং একতারা অঞ্চল জমিয়ত উলামায়ে হিন্দের নেতা হাফেজ আবদুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন রহমাতুল্লাহ মোল্লা (উস্থি), মাওলানা সাহাবুদ্দিন (ডায়মন্ড হারবার), মাওলানা রহমাতুল্লাহ, এনাম সাহেব, হেদায়তুল্লাহ, আব্দুল্লাহ মোল্লা, এবং অন্যান্য বিশিষ্ট সমাজকর্মীরা।
প্রস্তুতি সভায় প্রতিবাদ সভার গুরুত্ব ও সাফল্যের বিষয়ে আলোচনা হয় এবং সক্রিয় অংশগ্রহণের জন্য উপস্থিত সকলকে আহ্বান জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন