ঝড়খালিতে বাঘ বিধবা মায়েদের নিয়ে চড়ুই ভাতি
পলাশ তরফদার, বাসন্তী:দক্ষিন ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালি তে ব্যাঘ্র বিধবা মায়েদের নিয়ে চড়ুই ভাতি পিকনিক আয়োজন করেন অর্পণ মহিলা সমিতি এক স্বেচ্ছাসেবী সংস্থা। সুন্দর বনে বাঘে আক্রান্ত পরিবারগুলিকে রক্ষা করার জন্য বিগত বেশ কয়েক বছর ধরেই কাজ করছে এই সংস্থা। প্রতিমাসে রেশন সামগ্রী তাঁদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেন। এদিন শীতের বস্ত্র, খাদ্য দ্রব্য, সহ হাইজিন কিট, তুলে দেওয়া হয় প্রায় ১২৫ জন মহিলাদের হাতে। কাজল সরকার, ও অঞ্জলি বালাদের মতন বাঘ বিধবা মহিলারা ভীষন খুশী এই ধরনের সহযোগিতা পেয়ে।অনুষ্ঠানের উদ্যোক্তা রুপালি মহন্তি বলেন, “ বাঘে আক্রান্ত পরিবারগুলির পাশে থাকুক সরকার। পরিবারের একমাত্র রোজগার করা মানুষটা বাঘের পেটে চলে গেলে কিভাবে পরিবারটা ছাড়খার হয়ে যায় সেটা আমি সামনে থেকে দেখেছি। তাই কিছু মানুষকে সাথে নিয়ে এই অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ানোর চেষ্টা করছি"। সারা দিনের এই অনুষ্ঠানে অংশ গ্রহণে নাচ, রবীন্দ্রনাথ ঠাকুরের সংগীত,খাওয়া দাওয়া করে খুশি ব্যাঘ্র বিধবা মায়েরা।