বাসন্তী ব্লকের ঝড়খালি তে শুরু হলো বাউল ফকির উৎসব !
পলাশ তরফদার, বাসন্তী : প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তীর ঝড়খালি তে শুরু হলো ঐতিহ্যবাহী ' মুক্ত মঞ্চ বাউল ফকির উৎসব।এই উৎসব দ্বিতীয় তম বর্ষে পদার্পণ করছে। প্রদীপ প্রজ্জ্বলন করেন এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন ঝড়খালি কোস্টাল থানার ওসি সনাতন কর্মকার, উপস্থিত ছিলেন বাসন্তী ব্লকের বিধায়ক শ্যামল মন্ডল, ঝড়খালি গ্রাম পঞ্চায়েত প্রধান স্বপ্না সানা, বন বিভাগের ফরেস্ট বীট অফিসার কৃষ্ণপদ মন্ডল, বিশিষ্ট সমাজসেবী অমাল নায়েক, বিধান বাইন, শিমুল সরদার, সুশান্ত সানা প্রমুখ। এই উৎসব বর্তমানে সার্বজনীন বাউল ফকির উৎসবে পরিণত হয়েছে। এই অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয় ঝড়খালি হাই স্কুল হেড়োভাঙগা বিদ্যাসাগর বিদ্যা মন্দির মাঠ প্রাঙ্গণে। এই উৎসব কেন্দ্র করে সাজো সাজো রব বাসন্তীর ঝড়খালি অঞ্চল । ১৮ জানুয়ারি থেকে আরম্ভ হওয়া এই উৎসব চলবে ১৯ জানুয়ারী পর্যন্ত। শুধু স্থানীয় এলাকার বাউল শিল্পী নয়, এই ফকির উৎসবে অংশগ্রহণ করছেন এই রাজ্যে বিভিন্ন জেলার বাউল শিল্পীরা। এই বাউল ফকির উৎসব উপলক্ষে রকমারি দোকান,ফুড স্টল,সহ দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন ঝড়খালি বাউল ফকির মুক্ত মঞ্চ কমিটি।