বাসন্তীর পানিখালীতে স্বেচ্ছায় রক্তদান উৎসব ও স্বাস্থ্য পরীক্ষা শিবির।
নুরসেলিম লস্কর , বাসন্তী: বাসন্তীর ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের পানিখালী সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ ২৫ শে জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান উৎসব, স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির। উল্লেখ্য,গত ২০শে জানুয়ারি থেকে মহিলা ফুটবল, পুরুষ ফুটবল, ক্রিকেট, ভলিবল প্রতিযোগিতার মধ্য দিয়ে ১৯ তম বর্ষের এই বাৎসরিক ক্রীড়া উৎসবের শুভ সূচনা হয়েছিল। আর আজ ২৫ শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে অনুষ্ঠিত হলো বিভিন্ন স্কুলের ছাত্র - ছাত্রী দের নিয়ে শীতকালীন ক্রীড়ানুষ্ঠান ও সেই সঙ্গে বর্তমান সময়ে রক্ত সংকটের কথা মাথায় রেখে ও প্রত্যন্ত সুন্দরবনের অসহায়,দুঃস্থ মানুষদের বেহাল স্বাস্থ্যের কথা মাথায় রেখে আয়োজকরা আয়োজন করেছিলেন এই স্বেচ্ছায় রক্তদান উৎসব, স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির। আর পানিখালী সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এদিনের এই অনুষ্ঠানে অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহেরুন্নেসা মোল্লা, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মোফাক্কার হোসেন মল্লিক, পানিখালী জামে মসজিদের ইমাম নুর ইসলাম গাজী সাহেব, পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুল মাজেদ মোল্লা, চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাবের সভাপতি সাবির হোসেন সেখ সহ বিশিষ্ট সমাজসেবী রইচ আলী মোল্লা, দেবাশীষ বৈরাগী, নাসির উদ্দিন খান, ডাঃ বি.সি.রায় নার্সিং ইনস্টিটিউটের ডিরেক্টর বুরহান উদ্দিন সরদার সহ বিশিষ্টরা।
এদিনের রক্তদান উৎসবে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মোট ২৩০ জন রক্তদাতার ৭০ শতাংশ মহিলা রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।আর এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে সোসাইটির সভাপতি মারুফ সেখ বলেন, "সুস্থ সমাজ গঠনে আমরা দীর্ঘ ১৯ বছর ধরে প্রজাতন্ত্র দিবস প্রাক্কালে প্রতি বছরে এভাবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সমাজের উপকারে আসবে এমন কিছু কর্মসূচি গ্রহণ করে থাকি। বর্তমানে সোসাইটির অবস্থা খুবই খারাপ। সদস্যদের চাঁদা ও কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করেছি। সরকারি সহায়তা পেলে আগামীদিনে আরো সুন্দর করে এই অনুষ্ঠানের আয়োজন করবো। এ বিষয়ে স্থানীয় প্রধান সহ জনপ্রতিনিধিদের কাছে সেই দাবিও জানিয়েছি। সেই সঙ্গে তিনি বলেন আগামীকাল আমাদের অনুষ্ঠানে বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল ও বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নুর এলাহী গাজী আসবেন। তাঁদের কাছেও আমরা আমাদের দাবি দাওয়া পেশ করবো "। আর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকায় রক্তদান উৎসব প্রসঙ্গে বিশিষ্ট সমাজ সেবী দেবাশীষ বৈরাগী বলেন, "একটা সময় ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতে দিনের পর দিন শুধু রাজনৈতিক হিংসার কারণে বার বার রক্তপাতের মতো ঘটনা ঘটতো দেখতাম বা খবর পেতাম কিন্তূ আজ সেই ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতে রক্তদানের মতো পবিত্র উৎসব হচ্ছে!যা দেখে সত্যি বলতে খুবই ভালো লাগছে"।