সুন্দরবনের লোকশিল্পীরা বনবিবি পালাগান গেয়ে বিশেষ সম্মান পেলেন

সুন্দরবনের লোকশিল্পীরা বনবিবি পালাগান গেয়ে বিশেষ সম্মান পেলেন



নুরসেলিম লস্কর , ক্যানিংঃ ২৬ শে জানুয়ারি ২০২৫ তারিখে কোলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ছিল এক অনন্য সাংস্কৃতিক এবং ঐতিহাসিক অনুষ্ঠান। মাননীয় রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস মহাশয় এই অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন। এদিনের বিশেষ আকর্ষণ ছিল দক্ষিণ চব্বিশ পরগনার মৌলিক লোকশিল্পীদের পরিবেশিত বনবিবির পালাগান। বনবিবির পালাগান সুন্দরবনের একটি ঐতিহ্যবাহী লোকশিল্প, যা প্রকৃতি এবং মানুষের সহাবস্থানের গল্প তুলে ধরে।

এই পরিবেশনায় মোট ত্রিশ জন লোকশিল্পী অংশগ্রহণ করেন, যারা তাদের দক্ষতায় দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন সুন্দরবন গোসাবা প্রান্তিক লোকশিল্প কলা কেন্দ্রের সভানেত্রী মধুমিতা মণ্ডল। তার নেতৃত্বে এই পরিবেশনা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

শিল্পীদের পরিবেশনা এতটাই চিত্তাকর্ষক ছিল যে অনুষ্ঠানের শেষে আর্মি অফিসাররা তাদের বিশেষভাবে পুরস্কৃত করেন। এই ধরনের উদ্যোগ শুধুমাত্র সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে না, বরং স্থানীয় শিল্পীদেরও উৎসাহিত করে। প্রজাতন্ত্র দিবসের মতো একটি জাতীয় অনুষ্ঠানে এই ধরনের লোকশিল্পের অন্তর্ভুক্তি আমাদের দেশের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অনন্য উদাহরণ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন