সুন্দরবনের মহিলারা ফুটবল নিয়ে মাঠ দাপালেন

সুন্দরবনের মহিলারা ফুটবল নিয়ে মাঠ দাপালেন 


নিজস্ব সংবাদদাতা, সুন্দরবন: রান্নাঘর আর মাঠের কাজ সামলেও এবার ফুটবল পায়ে ছুটছেন সুন্দরবনের মহিলারা। নদীর চরে ম্যানগ্রোভ রোপণের মতো কঠিন কাজের পাশাপাশি এবার তারা নিজেদের প্রতিভা তুলে ধরলেন ফুটবল মাঠে। দক্ষিন ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের রানীগড় গ্রামে এক বিশেষ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল গয়েশপুর হামরাহী ট্রাস্ট ও ঝড়খালি সবুজ বাহিনী।


হেমা কয়াল, মনরমা সরকার,বন্দনা মন্ডল, শিবানী মন্ডল,মলিনা বৈরাগীরা ফুটবল পায়ে এদিন মাঠ দাপিয়ে বেড়ালেন। এই টুর্নামেন্টে অংশ নেওয়া মহিলারা প্রতিদিনের পরিশ্রমের মধ্যেও খেলায় অংশগ্রহণ করে দারুণ উচ্ছ্বসিত। খেলার শেষে আকর্ষণীয় পুরস্কার পেয়ে আরও উৎসাহিত হলেন তারা। আয়োজক কমিটির অন্যতম সদস্য প্রশান্ত সরকার জানান, “সুন্দরবনের মহিলাদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরার জন্যই এই আয়োজন। এছাড়াও, তাদের স্বাবলম্বী করতে আমরা বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করেছি।”
স্থানীয় বাসিন্দারাও মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ফুটবল খেলার মাধ্যমে মহিলারা যেমন শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হচ্ছেন, তেমনি সমাজেও নিজেদের অবস্থান দৃঢ় করছেন। আয়োজকদের আশা, আগামী দিনে আরও বেশি সংখ্যক মহিলা এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং নিজেদের প্রতিভা তুলে ধরবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন