সুন্দরবনে বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবী

সুন্দরবনে বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবী

প্রতিকি ছবি
প্রতিকি ছবি 


নিজস্ব প্রতিনিধি , গোসাবা: আবারও বাঘের আক্রমণে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ঝিলা জঙ্গলে। নিখোঁজ মৎস্যজীবীর নাম খোকন ওরফে অসীম মণ্ডল (৫৮)। তার বাড়ি সুন্দরবনের গোসাবা ব্লকের কুমিরমারী ঘোলা এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার কুমিরমারী গ্রাম থেকে অসীম মণ্ডল ও তার তিন সঙ্গী নৌকা করে সুন্দরবনের গভীরে যান কাঁকড়া ধরতে। নদীখাঁড়িতে দোন পেতে রেখে রাতে অপেক্ষা করছিলেন তারা। বৃহস্পতিবার ভোররাতে দোন তুলতে গেলে হঠাৎই একটি বাঘ গভীর জঙ্গল থেকে বেরিয়ে এসে অসীম মণ্ডলের ওপর ঝাঁপিয়ে পড়ে।সঙ্গীরা বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। বাঘ তাকে টেনে গভীর জঙ্গলে নিয়ে যায়। দীর্ঘক্ষণ ধরে বাঘের সঙ্গে লড়াই করার পরও সঙ্গীরা অসীমকে উদ্ধার করতে পারেননি। একপর্যায়ে বাঘ তাদেরও আক্রমণ করতে উদ্যত হলে তিন মৎস্যজীবী প্রাণ বাঁচাতে পালিয়ে যান এবং নৌকায় উঠে পড়েন।

পরদিন সকালে তারা গ্রামে ফিরে এসে মণ্ডল পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। দুর্ঘটনার খবর পেয়ে শোকে ভেঙে পড়েছেন অসীম মণ্ডলের স্ত্রী অনিতা মণ্ডল ও তার এক ছেলে, দুই মেয়ে।

স্থানীয় প্রশাসন এবং বন দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবীর কোনো সন্ধান মেলেনি। সুন্দরবনে বাঘের হামলার ঘটনা নতুন কিছু নয়, তবে প্রতিবারই এটি মৎস্যজীবী ও তাদের পরিবারের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন