সুন্দরবনের চাষীদের বিকল্প চাষ ও বহু ফসলী চাষে উৎসাহিত করতে উদ্যোগ



সুন্দরবনের চাষীদের বিকল্প চাষ ও বহু ফসলী চাষে উৎসাহিত করতে উদ্যোগ


নিজস্ব সংবাদদাতা: গোসাবা: সুন্দরবনের এক ফসলী জমিকে বহু ফসলি করতে ও এলাকার চাষীদের উন্নততর চাষে উদ্বুদ্ধ করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলে একটি বেসরকারি সংস্থা। ভারত সরকারের কমার্স ও ইন্ডাস্ট্রি দফতর ও রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের সহযোগিতায় বুধবার দুপুরে গোসাবা ব্লকের আমতলীতে একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হল ফার্মার্স বিজনেস সামিট ও এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড। এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ১৮ টি জেলা থেকে এবং ভারতবর্ষের ১২ টি রাজ্য থেকে চাষীরা এসেছেন এই অনুষ্ঠানে যোগ দিতে। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়, জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল,গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মন্ডল,দঃ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মন্ডল, আমতলী গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলী সরদার, বিশিষ্ট সমাজসেবী ও উপপ্রধান রঞ্জন কুমার মন্ডল সহ বিশিষ্টরা।


অনুষ্ঠানের মূল উদ্যোক্তা মিঃ গোলাম মোস্তফা বলেন,"সুন্দরবনের চাষীরা মূলত এক ফসলী জমি চাষ করেন। তাঁদের জমিকে কিভাবে বহু ফসলী জমিতে রূপান্তরিত করা যায়, কিভাবে ধান ছাড়াও অন্য অর্থকরী ফসল চাষ করা যায় সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়। কৃষকদের সমস্ত রকম প্রযুক্তি ও পরিকাঠামো উন্নয়নে যাবতীয় সাহায্যের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পাশাপাশি বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি সংস্থাও উপস্থিত ছিল এই কর্মসূচিতে। 


এদিনের অনুষ্ঠানে কাশ্মীর, দার্জিলিং, বিহার এমনকি পাঞ্জাব থেকেও চাষীরা এসেছিলেন তাঁদের উৎপাদিত ফসল সংক্রান্ত বিষয়ে সুন্দরবনের চাষীদের নতুন নতুন চাষে উৎসাহিত করতে"। মন্ত্রী অরূপ রায় বলেন, "সুন্দরবনের চাষীরাও যাতে নানা ধরনের নতুন নতুন অর্থকরী ফসল চাষ করতে পারে তারজন্য যাবতীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।" এদিনের সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মিঃ গোলাম মোস্তফা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন