দ্বীন শিক্ষা ও দেশ প্রেমের আলো ছড়িয়ে দিতে অভিনব কর্মসূচি সমাজসেবীর!

দ্বীন শিক্ষা ও দেশ প্রেমের আলো ছড়িয়ে দিতে অভিনব কর্মসূচি সমাজসেবীর!


নুরসেলিম লস্কর, বসিরহাট :  প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দ্বীন শিক্ষা ও দেশ প্রেমের আলো ছড়িয়ে দিতে অভিনব কর্মসূচি সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী তথা কবি ফারুক আহমেদ সরদারের ! শনিবার দুপুরে বসিরহাট মহকুমার নেজাট থানার অন্তর্গত সাগদাহ গ্রামের নব দিগন্ত মিশন স্কুলের ছাত্রীদের হাতে দ্বীনি শিক্ষার প্রসারে নামাজ শিক্ষা ও জাতীয় পতাকার রংয়ের ক্যাপ সহ জাতীয় পতাকা, বেলুন সহ নানান সামগ্রিক তুলে দেন । আর এদিন ফারুক বাবুর এই অভিনব কর্মসূচিতে স্বাভাবিক ভাবে খুশি হয়ে "দিগন্ত মিশন" এর প্রতিষ্ঠাতা তথা বিনা পয়সার ডাক্তার নামে খ্যাত ফারুক হোসেন গাজী বলেন, " আমি ২০১২ সালে এমবিবিএস পাশ করার পর থেকে গ্রামের মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি! এই মানব সেবা করতে গিয়ে মোটা মাইনের চাকরিও ছেড়েছি শুধু এই পিছিয়ে পড়া অসহায় মানুষগুলির সেবা করবো বলে সেই সঙ্গে আমার এই স্কুলে অনাথ, স্কুল ছুট ও অধিবাসী ছেলে মেয়েদের জন্য নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বিনা পয়সায় পাঠদান শুরু করি! সেই ধারা আজও বব্যাহত তবে এরই মধ্যে আমার এই কাজে মাঝে মধ্যেই এই ফারুক বাবুদের মতো মানুষেরা বিভিন্ন সময় এসে আমার পাশে দাঁড়ান, তবে আজকের ফারুক বাবুর এই মহতি অভিনব কর্ম উদ্যোগ দেখে খুবই ভালো লাগছে "। 
    

আর সমাজসেবী ফারুক আহমেদ সদরদার বললেন, "আমি এই বিনা পয়সার ডাক্তার বাবুর অনেক গল্প শুনেছিলাম, ইচ্ছে ছিল ওঁনার সাথে দেখা করার এবং ওঁনার এই মহতি কাজের কিছুটা হলেও অংশীদার হতে তাই আজকে সামান্য কিছু সামগ্রী ওঁনার স্কুলের বাচ্চাদের হাতে তুলে দিলাম । কারণ, দ্বীনি শিক্ষা এবং দেশপ্রেম ঈমানের অঙ্গ এই দেশেতে জন্মে মরা ধন্য সেই উদ্দেশ্যকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে এমনই উদ্যোগ"।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন