বাসন্তীর ঝড়খালিতে ক্রিকেট টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন মসজিদবাটি তুষার একাদশ
পলাশ তরফদার, বাসন্তী: ঝড়খালি সুন্দরবন নবারুণ সংঘের উদ্যোগে নতুন বছরের এক নক-আউট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৮টি ক্রিকেট দল এই প্রতিযোগিতায় অংশ করেন। ঝড়খালি কোস্টাল থানার ওসি সনাতন কর্মকার টুর্নামেন্টের শুভ সূচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাসন্তী এসটি ও ওবিসি সেলের সভাপতি দীলিপ মণ্ডল, ঝড়খালি গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমতি স্বপ্না সানা, এই নক-আউট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ঝড়খালির হেড়োভাঙ্গা বিদ্যাসাগর বিদ্যামন্দিরের মাঠে। ফাইনালে মুখোমুখি হয় মসজিদবাটি তুষার একাদশ ও ঝড়খালি সুপর্ণা ভাণ্ডার। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত মসজিদবাটি তুষার একাদশ জয়লাভ করেন।সুন্দরবন নবারুণ সংঘের সভাপতি চয়ন সরদার বলেন, “বর্তমান প্রজন্ম মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে, তাই তাদের মাঠমুখী করতেই আমাদের এই ‘সুন্দরবন হেরিটেজ কাপ’ আয়োজন।”টুর্নামেন্টের আয়োজক কমিটির পক্ষ থেকে চ্যাম্পিয়ন মসজিদবাটি তুষার একাদশকে সুব্রত মণ্ডল স্মৃতি ট্রফি এবং রানার্সআপ ঝড়খালি সুপর্ণা ভাণ্ডারকে সৌরভ সরকার স্মৃতি ট্রফি প্রদান করা হয়। এছাড়াও বিজয়ী দলকে নগদ ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।প্রতিযোগিতার প্রতিটি ম্যাচেই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঝড়খালিতে এমন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।