কৃষি কাজে ছাত্র ছাত্রীদের হাতে খড়ি
পলাশ তরফদার, বাসন্তী:দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী ব্লকের জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের জয় গোপালপুর গ্রামের আদিবাসী অবৈতনিক এফপি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ মহাকুড়ের, উদ্যোগে শ্রী পদ্ধতি তে ধান চাষ। ভূগর্ভস্থ পানীয় জলের অপচয় রোধ করতে সল্প জলে ধান এই শ্রী পদ্ধতি চাষ। চারিদিকে ভূগর্ভস্থ পানীয় জলের অহাকার হয়ে চলেছে। গ্রীষ্মের দিনগুলোতে নলকূপ জল স্তর নিচে নেমে যাচ্ছে। বাসন্তী সহ সুন্দর বন অঞ্চলের এলাকার শ্যালো পাম্প এর দাপট বেড়ে চলেছে। বেশিরভাগ নলকূপ জল শুকিয়ে যাচ্ছে।পরিবর্তন হচ্ছে সুন্দর বনের জীব বৈচিত্র্য। বিগত দিনে বিপন্ন হতে বসেছে গোটা সুন্দর বন।জয় গোপালপুর কৃষি ফার্মে ৩০ জন ছাত্র ছাত্রী এক কাঠি করে শ্রী পদ্ধতি ধান রোপণ করেন। শিক্ষক বিশ্বজিৎ মহাকুড় ছাত্র ছাত্রীদের বলেন জলের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম, জৈব সার সহ সল্প জলে শ্রী পদ্ধতি তে ধান চাষ করা যায়, এলাকায় চাষীদের সচেতনতা করতে অভিনব উদ্যোগ।।