বাসন্তীতে শেষ হলো এক টুকরো আইপিএল !

বাসন্তীতে শেষ হলো এক টুকরো আইপিএল ! 



নুরসেলিম লস্কর, বাসন্তী : যখন সমগ্র দেশের মানুষ আইপিএলে মেতে ঠিক সেই মুহূর্তে প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তীর ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকার ১৪ নং জাগরনী সংঘের আয়োজনে শেষ হলো ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ সূচনা করেছিলেন বিশিষ্ট সমাজসেবী র‌ইচ আলী মোল্লা ও দেবাশীষ বৈরাগী। এছাড়ও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভ শংকর মিস্ত্রী, প্রিয়তোষ মন্ডল, জগন্নাথ রায়, শুশীল মিস্ত্রী সহ বিশিষ্টরা। 


  আর আজকে সেই প্রতিযোগিতার চুড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় মা এন্টার প্রাইজ ৬ উইকেটে রায়পাড়া ভাই ভাই সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান্স ট্রফি ও নগদ পনেরো হাজার টাকা পুরস্কার মূল্য গ্রহণ করেন। জয়ী দলের ক্যাপটেনের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ বৈরাগী ও টুকাই মিস্ত্রী। রানার্স দলের হাতে ট্রফি সহ নগদ তেরো হাজার টাকা তুলে দেন তপন রায় ও গৌরপদ মন্ডল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় জয়ী দলের অনীক। এদিন আয়োজক কমিটির সভাপতি অবনী মন্ডল, সম্পাদক গৌরপদ মন্ডল ও ক্লাব সদস্য মহাদেব ঘরামীরা বলেন, " আমাদের এই ক্রিকেট প্রতিযোগিতা টি দ্বিতীয় বর্ষ। যখন সমস্ত ক্রিকেট প্রেমীরা আই পি এলের মতো কোটিপতি লীগে মজে রয়েছে তখনও আমরা ক্রিকেট প্রেমীদের যথেষ্ট সাড়া পেয়েছি আমাদের প্রতিযোগিতা তে এবং আইপিএল দেখতে গেলে এখন যখন ক্রিকেট ভক্তদের সাবস্ক্রিপ্সান ফি বাবদ টাকা দিতে হচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা প্রত্যন্ত গ্রামের মানুষদের বিনা পয়সায় একটুকরো আই পি এল- এর আনন্দ উপভোগ করানোর চেষ্টা করলাম। সেজন্যই এই টুর্নামেন্টের আয়োজন। এবছর যে ভাবে সহযোগিতা পেয়েছি তাতে আগামী বছর আমরা আরো বড়ো মাপের টুর্নামেন্টের আয়োজন করবো"। আর এদিনের এই ফাইনাল দেখতে উপস্থিত দর্শকদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন