বাসন্তীতে টোটো দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু
অপূর্ব মজুমদার , বাসন্তী : শিবগঞ্জ, বল্লারটপের বাসিন্দা সুপ্রভা মিস্ত্রী (১৩) সোমবার সকালে বাসন্তীর সেন্ট টেরিজা স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গোওয়ালার মোড়ের কাছে চালকের অসচেতনতার কারণে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে টোটোর নিচে চাপা পড়ে সুপ্রভা ও আরও তিন ছাত্রী।
স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা সুপ্রভাকে মৃত ঘোষণা করেন। আহত ছাত্রীরা চিকিৎসাধীন।
এলাকাবাসীর অভিযোগ, টোটোচালকদের অসতর্ক ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিভাবকরা প্রশাসনের কাছে স্কুলগামী ছাত্রছাত্রীদের নিরাপদ যাতায়াতের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি, অসচেতন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তারা।