কুলতলির দেউলবাড়ি গ্রামে আবারও বাঘের আতঙ্ক
প্রশান্ত সরকার , ঝড়খালীঃ দক্ষিণ ২৪ পরগনার কুলতলির দেউলবাড়ি গ্রামে আবারও বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার সন্ধ্যায় এক মৎস্যজীবী মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল দিয়ে একটি বাঘকে লোকালয়ে ঢুকতে দেখেন। এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং রাত জেগে পাহারা দেন।
গ্রামবাসীদের মাইকিং করে সচেতন করছে পুলিশ বন দফতর ও পুলিশকে অবহিত করা হলে, তারা রাতেই ঘটনাস্থলে পৌঁছে বাঘটিকে ধরার জন্য তিনটি খাঁচা পেতে নজরদারি শুরু করে। তবে এখনও পর্যন্ত বাঘটি ধরা পড়েনি, যা গ্রামবাসীদের উদ্বেগ বাড়িয়েছে।
গ্রামবাসীদের নিরাপত্তার জন্য প্রশাসন পরামর্শ দিয়েছে যে, রাতের বেলা অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বের হতে এবং সতর্ক থাকতে। বন দফতর ও পুলিশ যৌথভাবে বাঘের অবস্থান নির্ণয় ও তাকে ধরার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।