সুন্দরবনে ৫৫টি দলকে মধু সংগ্রহের পাস – মৌয়ালদের যাত্রা শুরু

সুন্দরবনে ৫৫টি দলকে মধু সংগ্রহের পাস – মৌয়ালদের যাত্রা শুরু


প্রশান্ত সরকার, ঝড়খালী | সুন্দরবনে আবারও শুরু হয়েছে মৌ মৌ গন্ধের অভিযাত্রা। প্রতিবছরের মতো এবারও মধু সংগ্রহের মরসুমে রায়দিঘি রেঞ্জের কুলতলি বিট অফিস থেকে ৫৫টি দলকে মধু সংগ্রহের পাস প্রদান করা হয়েছে। পাস পাওয়ার পর, বন দফতরের পক্ষ থেকে প্রতিটি দলকে প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী, যেমন—জ্যাকেট, হেলমেট, জাল ও অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে।মৌয়ালরা মধু সংগ্রহের উদ্দেশ্যে সুন্দরবনের গভীর জঙ্গলে পাড়ি দিচ্ছেন। এই সময়টিতে রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি ও প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ তাঁদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হলেও, বহু পরিবার এই মধু সংগ্রহের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে।বন দফতর জানিয়েছে, ১৫ জুন পর্যন্ত মধু সংগ্রহের অনুমতি থাকবে। এই পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণে থাকবে যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট না হয় এবং মৌয়ালদের নিরাপত্তাও নিশ্চিত করা যায়।সুন্দরবনের মধু শুধু প্রাকৃতিক নয়, এটি জীবনের স্বাদ বহন করে—মৌয়ালদের সাহস, অভিজ্ঞতা ও ঐতিহ্যের প্রতীক হিসেবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন