মোহনবাগানের 'দ্বি-মুকুট জয়ে' , সুন্দরবনে সবুজ-মেরুন উৎসব!
নূরসেলিম লস্কর, বাসন্তী : শনিবার রুদ্ধশাস ম্যাচে ষাট হাজারের যুবভারতী কে স্বাক্ষী রেখে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফ.সি কে পরাজিত করে আইএসএলে 'দ্বি-মুকুট' জয় করেছে জেমি মাক্ল্যারেন, জেসন কামিংস, সুবাশিস বোস দের মোহনবাগান! লীগ শিল্ডের পর আইএসএল ট্রফিও জিতে নেয় মলিনার ছেলেরা। অতিরিক্ত সময়ে গুরপীত কে পরাস্ত করে অজি বিশ্বকাপার মাক্ল্যারেন বেঙ্গালুরুর জালে বল জোড়ানোর পরে যে উৎসবে মেতে উঠে ছিল মেরিনার্সরা তার বাহাত্তর ঘণ্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তা আজও অব্যাহত! তবে এই উৎসব আজ আর সল্টলেকের যুবভারতীতে নয়, জয় উৎসব হচ্ছে এই শহর কলকাতা থেকে বহু দূরের প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তীতে!
এদিন চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে বৈকাল ৪ ঘটিকায় তাদের ক্লাব প্রাঙ্গনে প্রথমে ভারতের জাতীয় ক্লাব মোহনবাগানের পতাকা উত্তোলন করে এই জয় উল্লাসের সূচনা করেন ক্লাব সভাপতি সাবির হোসেন সেখ, সম্পাদক শরদিন্দু মাঝিরা। আর তার পরেই আইএসএল কাপের একটি রিপ্লাকা নিয়ে সবুজ - মেরুন আবির খেলা থেকে শুরু করে নাচে, গানে মেতে ওঠে সুন্দরবনের মোহনবাগানীরা! সেই সঙ্গে এদিন চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাবের সদস্যদের মোহনবাগানের এই ঐতিহাসিক জয়ের উৎযাপনের মুহূর্তে দেখা গেল 'অমর একাদশ' কে স্মরণ করে ও তাদের স্বর্গীয় সদস্যদের বিদেয়ী আত্মার শান্তি কামনা করে নিরাবতাও পালন করতে আর সেই সাথে সুন্দরবনের মেরিনার্সদের জন্য ফ্যান্স ক্লাবটির পক্ষ থেকে এদিন রাত্রে ভুরি ভোজেরও ব্যবস্থা করা হয়েছিল। মেনু তে ছিল ভাত, ডাল, মাংস ও সবুজ মেরুন জনতার প্রিয় খাদ্য চিংড়ি এবং শেষে দই ও মিষ্টি মুখের ব্যবস্থা।