ঝড়খালিতে বাঘের আতঙ্ক, সতর্ক গ্রামবাসী ও বন দফতর
প্রশান্ত সরকার, ঝড়খালীঃ সুন্দরবনের ঝড়খালি অঞ্চলে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার বিকেলে ঝড়খালি ৪ নম্বর গ্রাম লাগোয়া নদীর চরে স্থানীয় বাসিন্দারা একটি বাঘের পায়ের ছাপ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে। বন কর্মীরা ঘটনাস্থলে এসে পায়ের ছাপ পরীক্ষা করে জানান, ছাপটি বাঘেরই এবং খুব সম্ভবত সেটি গ্রাম সংলগ্ন ম্যানগ্রোভ জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছে।বন দফতরের প্রাথমিক অনুমান, হেড়োভাঙা জঙ্গল থেকে বাঘটি নদী পার হয়ে মানুষের বসতির দিকে চলে এসেছে। এরপরই নিরাপত্তার স্বার্থে গ্রাম সংলগ্ন বনাঞ্চলকে নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়। বাঘটিকে জঙ্গলের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য শুরু হয় পটকা ফাটানোর কাজ। পাশাপাশি, স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় রাতপাহারার ব্যবস্থাও নেওয়া হয়েছে।এই ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু মানুষ দিনের বেলাতেও ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। গ্রামের অনেকে জানিয়েছেন, তাঁরা রাতে ঘুমাতে পারছেন না, কারণ বাঘ কখন, কোথা থেকে বেরিয়ে আসে তার ঠিক নেই। শিশুদের ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত বাঘটি মানুষের ক্ষতি করেনি। তবে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কেউ যেন বনের ধারেপাশে না যায়, এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে মাইকিং করে। গ্রামবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে বন দফতরের দল আরও বড় পরিসরে তল্লাশি অভিযান চালাবে। সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে মাঝে মাঝেই বাঘ লোকালয়ে ঢুকে পড়ে। বনদপ্তর ও স্থানীয়দের সচেতনতার কারণেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঝড়খালির মানুষজন তাই চায়, যত তাড়াতাড়ি সম্ভব বাঘটি আবার জঙ্গলে ফিরে যাক এবং গ্রামে শান্তি ফিরে আসুক।